শিরোনাম

South east bank ad

বিশ্ব ডায়াবেটিস দিবসে সিএমএইচ এর এন্ডোক্রাইনোলজিডর সিম্পোজিয়াম

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এন্ডোক্রাইনোলজি বিভাগের উদ্যোগে আজ সোমবার (১৫-১১-২০২১) ঢাকা সেনানিবাসস্থ এএফএমআই অডিটোরিয়ামে এক সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন ডাইরেক্টর জেনারেল অফ মেডিক্যাল সার্ভিসেস মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান, এফসিপিএস। ডায়াবেটিসের চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ে প্রবন্ধ পাঠ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ ফরিদ উদ্দিন, সিএমএইচ এর এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ারুল কবীর এবং অধ্যাপক কর্ণেল মোঃ সারোয়ার খান।

সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল হাসান সিদ্দিকীর স্বাগত বক্তব্য রাখেন।এতে আরো বক্তব্য রাখেন কমান্ড্যান্ট এএফঅইপি মেজর জেনারেল সুসানে গীতি, মহাপরিচালক ঔষধ প্রসাশন অধিদপ্তর মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান, কনসালট্যান্ট সার্জন জেনারেল মেজর জেনারেল এ কে এম মুসা খান, কনসালট্যান্ট ফিজিশিয়ান জেনারেল মেজর জেনারেল মোঃ অজিজুল ইসলাম, কমান্ড্যান্ট এএফএমসি মেজর জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা।

ইনসুলিন অবিষ্কারের একশত বছর পূর্তি হলেও এখনো বিশ্বের কোটি কোটি মানুষের নাগালে নেই এই মূল্যবান ওষুধটি। বক্তারা ডায়াবেটিসের সেবা সকলের কাছে পৌঁছে দেয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। ডায়াবেটিসের জটিলতা হ্রাসের জন্য যথাসময়ে রোগ নির্ণয়, যাপিত জীবনে পরিবর্তন বিশেষত নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করার উপর বিশেষ গুরুত্ব প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মেডিসিন বিশেষজ্ঞ ও এন্ডোক্রাইনোলজিস্ট লেঃ কর্ণেল নাসির উদ্দিন আহমদ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: