নাটোরে অটিস্টিক শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরে অনূর্ধ্ব ১৬ অটিস্টিক বালক-বালিকা ও বুদ্ধি প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের চলতি ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন চত্বরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক স্কুল ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগীতা শেষে অংশ নেওয়া প্রতিটি শিশুর মাঝে পুরস্কার প্রদান করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, জেলা শিক্ষা অফিসার আকতার হোসেন, জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, বিটিভি সংবাদদাতা জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।