শিরোনাম

South east bank ad

বনানীতে গাঁজাসহ গ্রেফতার-২

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রাজধানীর বনানী এলাকা হতে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম- মোঃ আমিনুর রহমান আকাশ ও মোঃ আবু সাঈদ।

রবিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৫:৪০ টায় বনানী থানার মহাখালী কাঁচা বাজারের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী বনানী থানার মহাখালী কাঁচা বাজারের সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে সংবাদ পান। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ আকাশ ও সাঈদকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়ীয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বনানী থানায় মামলা রুজু হয়েছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: