মানিকগঞ্জে মাদকসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক
সাব্বির হোসেন সাইফুল, (মানিকগঞ্জ) :
রোববার ১৪নবেম্বর গোপন সংবাদের ভিত্তিতে RAB-4, সিপিসি-৩ এর একটি চৌকস আভিযানিক দল মানিকগঞ্জ জেলার হরিরাম থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, ৩ জন মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করেন।
মোঃ পারভেজ (৩৫) পিতা- মোঃ মিলন মোল্লা, গ্রাম- কৌরি, মোঃ এহছান ওরফে মিলন শেখ(৩০) পিতা-মৃত আলাউদ্দিন শেখ, গ্রাম- কদমতলা, মোঃ আরিফ(২৯) পিতা- আর্শ্বেদ মোল্লা, গ্রাম কামার ঘোনা, সর্ব থানা- হরিরামপুর, জেলা-মানিকগঞ্জ
আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ২৭.০০ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন ও মাদক বিক্রির ১৭৪০ টাকা উদ্ধার করা হয়।
হরিরামপুর থানায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।