নদীর কাতল ও পাঙাশ বিক্রি হলো ৬৬ হাজার ৮৫০ টাকায়
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলে বলাই হালদারের জালে ধরা পড়েছে ১৫ কেজি ও ১৪ কেজি ওজনের বড় দুটি পাঙাশ মাছ। রবিবার (১৪ নভেম্বর) সকালে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকায় মাছ দুটি ধরা পড়ে।
জানা গেছে, জেলে বলাই হালদার মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিয়ে আসলে সেখানকার স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ১২০০ টাকা কেজি দরে মোট ৩৪ হাজার ৮০০ টাকা দিয়ে কিনে নেন। পরে সম্রাট শাহজাহান শেখ মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ির কাছে ১২৫০ টাকা কেজি দরে ৩৬ হাজার ২৫০ টাকায় বিক্রি করে দেন।
অন্যদিকে,আজ সকালে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকায় জেলে নিরঞ্জন হালদারের জালে ধরা পড়ে ১৮ কেজি ওজনের একটি বড় কাতল মাছ।
জানা গেছে, জেলে নিরঞ্জন হালদারের কাছ থেকে ১৬০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেই মাছ ব্যবসায়ি সম্রাট শাহজাহান শেখ।পরে সম্রাট শাহজাহান শেখ মুঠোফোন ঢাকার এক ব্যবসায়ির কাছে ১৭০০ টাকা কেজি দরে ৩০ হাজার ৬০০ টাকায় বিক্রি করে দেন।
মাছ ব্যবসায়ি সম্রাট শাহজাহান শেখ জানিয়েছেন, পদ্মার তাজা মাছের দেশব্যাপী অনেক চাহিদা।তাই সবসময় চেষ্টা করি বেশি দাম দিয়ে হলেও মাছগুলো কিনে রাখার। আজ সকালে দুটি পাঙাশ ও একটি কাতল মাছ কিনি। পরে সামান্য লাভে তা বিক্রি করে দেয়।