নীলফামারীর জলঢাকায় এনআরবিসি ব্যাংকের ৮৪তম শাখার যাত্রা শুরু
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
এনআরবিসি ব্যাংক লিমিটেড নীলফামারীর জলঢাকায় শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম।
রোববার ১৪ নভেম্বর, ২০২১, ব্যাংকের ৮৪তম শাখার কার্যক্রমের উদ্বোধন করেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের রংপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ সিরাজুল হক।
অনুষ্ঠানে ব্যাংকের জলঢাকা শাখার ব্যবস্থাপক মো. সাইদুর রহমান, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।