নাটোরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন
মো: রবিউল ইসলাম, (নাটোর):
‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১৪ নভেম্বর) সকাল নয়টায় নাটোর ডায়াবেটিক সমিতি শহরে পদযাত্রা শেষে সমিতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।
পদযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।
নাটোর ডায়াবেটিক হাসপাতালের ডক্টর-ইন-চার্জ ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ রোজ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নাটোর ডায়াবেটিক সমিতির সদস্য ডাঃ আবুল কালাম আজাদ, অধ্যাপক সুবীধ কুমার মৈত্র, এম এইচ চৌধুরী রায়হান, মেডিকেল অফিসার আফরোজ জাহান অরিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশসহ বিশ্বে প্রতি সাত সেকেন্ডে একজন করে ডায়াবেটিস রোগী বাড়ছে। আমাদের দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা এক কোটি ১০ লাখ। ১৮ থেকে ৩৪ বছর বয়সী ডায়াবেটিস রোগীর সংখ্যা ২৬ লাখ এবং ৩৫ উর্ধ্ব বয়সী রোগীর সংখ্যা ৮৪ লাখ। আমাদের দেশে ৯৫ শতাংশ রোগীই টাইপ-২ ধরণের। সতর্কতার মাধ্যমে এ ধরণের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এজন্যে প্রতিদিন একঘন্টা হাটা, খাদ্যাভাস ও জীবনধারায় পরিবর্তন, মিষ্টি পরিহার, ধূপপান ও মদপান পরিহার এবং নিয়মিত রক্তে চিনির মাত্রা পরীক্ষা করা প্রয়োজন।
নাটোর ডায়াবেটিক হাসপাতালের ডক্টর-ইন-চার্জ ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ রোজ জানান, দিবসটি উপলক্ষে নাটোর ডায়াবেটিক হাসপাতালে সকাল সাড়ে আটটা থেকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হচ্ছে। দুপুর দুইটা পর্যন্ত এ কার্যক্রম চলবে। আশা করা হচ্ছে, পাঁচ শতাধিক ব্যক্তি এ সেবা গ্রহণ করতে পারবেন। এ সেবা প্রদানে শহরে তিনদিন ধরে মাইকিং করা হয়েছে।