রংপুরে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর) :
রংপুরে এসএসসি পরীক্ষার্থী ওয়াসিফ রায়হান (১৭) নামে এক শিক্ষার্থী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ নভেম্বর) সকালে নগরীর কেরানিপাড়ায় কেরামতিয়া মসজিদ সংলগ্ন ভাড়া বাড়ি সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আজ সকালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণের কথা ছিলো।
নিহত ওয়াসিফ রায়হান রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানার ছেলে ও রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী ছিলেন।
রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হোসেন আলী জানান, ওয়াসিফ রায়হানের রোববার অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সকাল ৭টার দিকে ছয়তলা ভবনের ছাদে উঠে সেখান থেকে লাফ দিয়ে সে আত্মহত্যা করেন ।
পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফণের অনুমতি দেয়া হয়েছে।