শিরোনাম

South east bank ad

বাংলাদেশে নানা আয়োজনে ‘পূর্ব তুর্কিস্তানের স্বাধীনতা দিবস’ পালন

 প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আলোচনা সভা, মানববন্ধন, পথনাটকসহ নানা আয়োজনে পূর্ব তুর্কিস্তানের স্বাধীনতা দিবস পালন করল বাংলাদেশের কয়েকটি সংগঠন।

এসব আয়োজনে মূলত চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুরে মুসলিম নীপড়নের নিন্দা জানানো হয়।

দিনটি উপলক্ষে শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ সোশাল অ্যাক্টিভিস্ট ফোরাম। সভায় আলেম-ওলামারা উইঘুর মুসলিমদের ওপর নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

উইঘুরে নির্যাতনের নিন্দা জানিয়ে শাহবাগে পথনাটকেরও আয়োজন করা হয়। পথনাটকে উইঘুরের ঐতিহ্যবাহী মুখোশ ও পতাকা ব্যবহার করা হয়। এছাড়া জাতীয় জাদুঘরের সামনে নানা ধরণের ব্যানার, ফেস্টুন নিয়ে মানবন্ধনে অংশ নেন অনেকেই।

মুক্তিযোদ্ধা মঞ্চ আলাদাভাবে শাহবাগে উইঘুর নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনী করে।

এছাড়া রাজশাহী, সিলেট এবং চট্টগ্রামে সংখ্যালঘু নিপীড়নের ঘটনা তুলে ধরে পোস্টার এবং হ্যান্ডবিল দেয়ালে লাগানো হয়।

স্বাধীনতা সংগ্রাম পরিষদ বায়তুল মোকাররমসহ ঢাকা মহানগরীর বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর হ্যান্ডবিল বিতরণ করে।

উইঘুর মুসলিম সমর্থক অধিকার সংরক্ষণ পরিষদ পৃথকভাবে মানববন্ধনের আয়োজন করে এবং উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হ্যান্ডবিল বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে খুলনায় চাইনিজ ভিলেজের কাছে একটি মানববন্ধন ও মোটর সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: