১৮ বছর পর শক্তিশালী মালদ্বীপকে হারাল বাংলাদেশ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
শ্রীলংকায় অনুষ্ঠিত চার জাতির টুর্নামেন্টে অনন্য এক জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। শক্তিশালী মালদ্বীপকে দীর্ঘ ১৮ বছর পর হারিয়েছে জামাল ভূঁইয়ার দল।
শ্রীলংকার প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ট্রফিতে বাংলাদেশ এই ম্যাচটি জিতেছে ২-১ ব্যবধানে। এই ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথম গোল করেন জামাল ভূঁইয়া। প্রথমার্ধেই মালদ্বীপকে সমতায় ফেরান মোহামেদ উমাইর। এরপর ৮৭তম মিনিটে স্পট কিক থেকে জয়সূচক গোলটি করেন তপু।
বাংলাদেশ জাতীয় দলে প্রায় ৮ বছর ধরে খেলছেন ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া। গত কয়েক বছর ধরে দলের অধিনায়কত্ব করলেও তার নামের পাশে কোনো গোল ছিল না। অবশেষে নিজের ৫৯তম ম্যাচে জামাল পান প্রথম গোলের দেখা।
ম্যাচের ১১ মিনিটে রহমত মিয়ার থ্রো থেকে বল জালে পাঠিয়েছিলেন জামাল। সহকারী রেফারি প্রথমে অফসাইডের পতাকা তুললে বাংলাদেশের ফুটবলাররা তীব্র প্রতিবাদ জানান।
পরে সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে গোলের বাঁশি বাজান রেফারি। এতে জামাল পান জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের প্রথম গোল, বাংলাদেশ এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
তবে গোল ধরে রেখে বিরতিতে যেতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। ৩২ মিনিটে কর্নার থেকে গোল শোধ করে মালদ্বীপ। উমাইরের সৌজন্যে সমতা নিয়েই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
ধীরে ধীরে ম্যাচ শেষের দিকে যেতে থাকলেও কোনো দলই গোলের দেখা পাচ্ছিল না। এমতাবস্থায় জুয়েল রানাকে বক্সের মধ্যে অবৈধভাবে ফেলে দেন মালদ্বীপের গোলরক্ষক।
এতে রেফারি পেনাল্টির বাঁশির পাশাপাশি গোলরক্ষককে কার্ড দেখান। আগের ম্যাচে দুর্বল সিসিলিসের বিপক্ষে ম্যাচের ৮৭ মিনিটে গোল হজম করে হতাশার ড্র নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। এবার সেই একই মিনিটে আসে সুবর্ণ সুযোগ।
ম্যাচের ভাগ্য নির্ধারণী সময়ে তপু বর্মণ পেনাল্টি শট নেন। ডিফেন্ডার হলেও পেনাল্টিতে খুবই সিদ্ধহস্ত তপু দলকে এগিয়ে নিতে ভুল করেননি। তিনি স্কোর করার সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা হয় মারিও লেমোসের শিষ্যরা।
বাকী সময়ে রক্ষণভাগ অক্ষত থাকলে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লাল-সবুজরা।