সোনাতলা পৌর মেয়র নান্নুর মুক্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার সোনাতলা পৌরসভায় নব নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম নান্নুর মুক্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। শনিবার স্থানীয় গাজীর মোড়ে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন করে পৌরবাসী।
মানববন্ধন কর্মসূচিতে সকল স্তরের ও সকল পেশার মানুষের পাশাপাশি অসংখ্য নারী অংশ নেয়।
শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, সোনাতলা বণিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আকন্দ, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, কেন্দ্রীয় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আছালত জামান সরকার, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শামছ উদ্দিন, কাউন্সিলর জাফর ইকবাল চপল, আব্দুস সালাম, হারুনুর রশিদ, নুরুল ইসলাম আকন্দ, জোসনা বেগম, আম্বিয়া বেগম, সুফিয়া বেগম, হ্যাপি বেগম, মিঠু সাহা প্রমুখ।
বক্তাগণ বলেন, মেয়রের মুক্তি দাবিতে সোনাতলা এখন উত্তাল। অবিলম্বে মেয়রকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।