শিরোনাম

South east bank ad

বাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে মিছিল ও সমাবেশ

 প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :

ফ্যাসিবাদী দুঃশাসন হটাও, সাম্প্রদায়িকতা ও মূল্যবৃদ্ধি রুখো। এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান রুশ বিপ্লবের ১০৪ তম উপলক্ষে জয়পুরহাট জেলা বাসদের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার ( ১৩ নভেম্বর) বেলা ১২ টায় জয়পুরহাট জেলা বাসদের চিনিকল সড়ক থেকে লাল পতাকার মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচুরমোড়ে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনী জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বাসদের জেলা আহ্বায়ক কমরেড ওয়াজেদ পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বাসদের সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, জেলা সদস্য উৎপল দেবনাথ, জেলা ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ প্রমূখ।

বক্তারা বলেন “সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়া দুনিয়াকে দেখিয়েছিল যে, রাশিয়ায় কোনো মানুষ শিক্ষা বঞ্চিত নাই, কোনো মানুষ অভুক্ত নাই, কোনো বেকার নাই, ভিক্ষুক নাই, পতিতা নাই। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিজ্ঞান, মহাকাশ গবেষণা সর্বক্ষেত্রে ঘটিয়েছিল অভূতপূর্ব উন্নতি-অগ্রগতি। প্রতিষ্ঠা করেছিল নারীর অধিকার, দূর করেছিল নারী-পুরুষ বৈষম্য। দেখিয়েছিল মুক্তির নতুন দিশা।

“ফলে বাংলাদেশের মানুষের শোষণমুক্তির লক্ষ্যে সোভিয়েত বিপ্লব থেকে শিক্ষা নেওয়ার জন্য ওই দিনটি স্মরণ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বক্তারা আরও বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিয়ে পকেটে কাটা হচ্ছে। হঠাৎ করে সরকার ও পরিবহন মালিক নাটক করে এক দিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করছে আর অন্য দিকে পরিবহন ভাড়া বৃদ্ধি করে পুঁজিবাদী সমাজের ভোগবাদী মানসিকতা, নারীকে অধস্তন হিসেবে দেখার প্রবণতা, নারী-পুরুষ বৈষম্য দূর করার রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগহীনতা, ধর্ষণ, নির্যাতনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। ক্ষমতার প্রভাবে বল প্রয়োগের প্রবণতা, বিচারহীনতার রেওয়াজ সর্বোপরি গণতন্ত্রহীনতাই নারী নির্যাতন ও ধর্ষণের জন্য মূলত দায়ী। ভোটাধিকার ফিরে দিতে হবে। মৌলিক অধিকার গুলো রাষ্ট্রকে নিশ্চিত করতে হলে সমাজতন্ত্রের বিকল্প কিছু নেই।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: