শিরোনাম

South east bank ad

রংপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় হামলা ও ভাঙচুর, ২ নারীসহ আহত-৪

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর) :

রংপুরের পীরগাছায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুস সালামের ওপর হামলা ও বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এঘটনায় ২ নারীসহ ৪ জন আহত হয়েছেন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম জানের পাড় এলাকায় পরাজিত দুই মেম্বারপ্রার্থীর মধ্যে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আবদুস সালামের স্ত্রী বুলবুলি বেগম(২৬), মা শামসুন্নাহার(৫০), ভাতিজা মনির হোসেন(২০) এবং চাচি জমিলা খাতুন(৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পরাজিত প্রার্থী ফ্যান প্রতীকধারী আব্দুস সালামের বাড়িতে হঠাৎ অপর পরাজিত প্রার্থী মাসুদ রানার সমর্থক হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার বাড়ির টিনের প্রাচীর ভাঙচুর করে বাড়িতে ঢোকে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর চালায়।

এ সময় হামলাকারীদের প্রতিহত করতে গেলে ২ নারীসহ ৪ জন আহত হন। তাদের পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । এ ঘটনার জের ধরে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ নিয়ে পরাজিত মেম্বারপ্রার্থী আব্দুস সালাম বলেন, আমি হেরে গেলেও বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছি এবং সকাল থেকে জনগণের সাথে কথা বলেছি।

এরইমধ্যে অপর পরাজিত প্রার্থী মাসুদ রানা তার লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা-ভাঙচুর এবং লুটপাট করেছে।

পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম জানান, ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: