শিরোনাম

South east bank ad

নির্বাচনী পরবর্তী সহিসংতা বসতবাড়ি ও দোকানঘর ভাংচুর, অন্তসত্তা নারীসহ আহত-১০

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আরাফাত হাসান, (মাদারীপুর) :

মাদারীপুরের কালকিনি ও নবগঠিত ডাসার উপজেলার ইউপি নির্বাচনী পরবর্তী সহিংসতায় বসতবাড়ি ও দোকানঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুই উপজেলায় অন্তসত্তা নারীসহ আহত হয়েছেন ১০ জন। আজ শুক্রবার সকালে কালকিনি উপজেলার সাহেবরামপুর, লক্ষিপুর ও ডাসার উপজেলার শশিকরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকালে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে পরাজিত চেয়ারম্যান প্রার্থী গেন্দু কাজীর সমর্থকদের উপর রায়পুর এলাকায় হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর-লুটপাট করা হয়। বাঁধা দিতে এলে অন্তসত্তা গৃহবধুসহ আহত হয় ৫ জন। খবর পেয়ে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে পুলিশ। বিজয়ী প্রার্থী মৌসুমী হকের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকরে পরাজিত চেয়ারম্যান প্রার্থী বিভূতি ভুষণ বাড়ৈর সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে বিজয়ী প্রার্থী দুলাল তালুকদারের সমর্থকরা। এ সময় আহত হয় ৫ জন।

অপরদিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পরাজিতক চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান সেলিমের লোকজন নব-নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ সরদারের সমর্থকদের প্রায় ৩০টি বসত বাড়ি ও প্রায় ২০টি দোকার ঘর ভাংচুর করেন। খবর পেয়ে বিজয়ী চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ সরদার তার কর্মি সমর্থকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং ক্ষতিগ্রস্থ পরিবারের পাসে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, গতকাল (১১নভেম্বর) কালকিনি ও ডাসারের ১১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: