ইসলামপুরে এক প্রবাসীর কোটি টাকা সম্পত্তি আগুনে পুড়ে ভস্নীভুত
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরের ইসলামপুর কড়ইতলা মোল্লাবাজারে প্রবাসীর শফিকুল ইসলামের বাসা ও মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ওয়ার্কসপ,স্যানেটারী ও বাসার স্বর্বস্ব পুড়ে ভস্মীভূত হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে প্রবাসী ব্যবসায়ী শফিকুল ইসলামের বাসা,ওয়ার্কসপ,কারখানা,গুডাউন, স্যানেটারী মালামাল পুড়ে প্রায় কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়।
খবর পেয়ে শেরপুরের শ্রীবর্দী ও ইসলামপুরের ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতি গ্রস্ত ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান,আমার ১৪ বছর প্রবাস জীবনে অর্জিত সকল অর্থ পুড়ে নি:স্ব হয়ে গেছি।