এম বালিয়াতলী নির্বাচনে নৌকা ও আনারসে সমান ভোট: নির্বাচন হবে আবারো
এম.এস রিয়াদ, (বরগুনা) :
দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনা সদরের এম বালিয়াতলী ইউনিয়ন নির্বাচনে সমান ভোট পেয়েছে দুই চেয়ারম্যান প্রার্থী। ৫ হাজার ৭ শ' ভোট পেয়েছেন বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক ও আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীক। অন্যদিকে ঘোড়া প্রতিকে পেয়েছে ৫ হাজার ১শ' ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪ পর্যন্ত দুই একটি কেন্দ্র ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে ভোটাররা। নির্বাচনী এ ইউনিয়নে মোট ২২ হাজার ৮ শ' ৭১ ভোটের মধ্যে ১১ হাজার ৫১২ জন নারী এবং ১১ হাজার ৩৫৯ জন পুরুষ। যার মধ্যে ১৬ হাজার ৭ শ' ০৮ ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে নষ্ট হয়েছে ২ শ' ০৮ ভোট।
এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে তিনজন, সদস্য পদে ৩৬ জন এবং সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ১২ জন।
এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল ইসলাম নাসির ও বিদ্রোহী প্রার্থী এম এ বারী বাদল সমান ভোট পাওয়ায় ইউনিয়নটিতে এখনো বিজয়ী চেয়ারম্যানের নাম ঘোষণা করা সম্ভব হয়নি।
ফলে গেজেট অনুযায়ী সমপরিমাণে ভোট পাওয়া এই দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার নিশ্চিত করেছেন। তবে কবে নাগাদ পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
এদিকে কেন্দ্র থেকে নৌকা প্রতীকে সিলকৃত একটি ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল ইসলাম নাসির অভিযোগ করে বলেন- ডিএন কলেজের কেন্দ্রের বাইরে থেকে নৌকার সিল মারা একটি ব্যালট উদ্ধার করে ভোট গণনা কেন্দ্রে জমা দেওয়া হয়। কিন্তু সেখানে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা ব্যালটটি গ্রহণ করেননি।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন- কেন্দ্রের বাইরে থেকে পাওয়া ব্যালট গ্রহণযোগ্য নয়, ফলে ব্যালটটি আমরা গ্রহণ করিনি। এই ইউনিয়নে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় আবারো নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কবে নাগাদ নির্বাচন হতে পারে, তা এখন নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।