সাবেক চেয়ারম্যান কে গুলি করে হত্যা
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :
রাজবাড়ীর সদর উপজেলার বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী, এবং ইউনিয়ন আওয়ামী -লীগের সভাপতি আব্দুল লতিফ মিয়া নিজ বাড়ির সামনে গুলিতে আহত করে সন্ত্রাসীরা।
নিহত লতিফ মিয়া বানিবহ ইউনিয়নের মহিষ বাতান গ্রামের মৃত আফির উদ্দিন মিয়ার ছেলে।
১১নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক রাত ১২ টার দিকে তার নিজ বাড়ির আগে তিন রাস্তার মোরে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গুলি করে তাকে ফেলে রেখে যায়। পরে থাকে আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে খানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর হাসপাতালে নেওয়া হয়। ফরিদপুর থেকে ঢাকা রেফার করা হয় আর ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জানা গেছে, তার শরীরের বিভিন্ন স্থানে ৫টি গুলি বৃদ্ধ হয়েছে।
এবিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদাত হোসেন জানান, রাতে অজ্ঞাত নামা সন্ত্রাসীরা সাবেক চেয়ারম্যানকে গুলি করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে ভর্তি করে।পরে তাকে ফরিদপুর থেকে ঢাকা নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।