পশ্চিম ঢেমশা ইউনিয়নে সাতটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও তিনটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১১ টা থেকে সাতকানিয়া উপজেলা ৯নং পশ্চিম ঢেমশা ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন সাংসদ নদভী।
এই সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জোহরা, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল,সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন,সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবাইর, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক হোসেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, মোহাম্মদ শাহজান,ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদর রহমান, পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ সভাপতিত্বে,স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী,আওয়ামিলীগ নেতা আবু ছালেক, পশ্চিম ঢেমশা ইউনিয়ন আওয়ামিলীগের আহবায়ক নুরুল ইসলাম আবু,পশ্চিম ঢেমশা ইউনিয়ন যুবলীগের সভাপতি বোরহান উদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল, এওচিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান,সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফাজ্জল হোসেন তুহিন,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান, পশ্চিম ঢেমশা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি নেজাম উদ্দিন বাবার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল প্রমূখ।