নদীর তীর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জে মাধবপুরে সোনাই নদীর তীর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ট্রাক্টর সহ এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভুমি)নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ মহিউদ্দিন উপজেলার বহরা ইউনিয়নের সোনাইনদীর তীরবর্তী আখালিয়া(গোবিন্দপুর) নামক স্হানে অভিযান পরিচালনা করেন। অবৈধ ভাবে সোনাইনদী তীর থেকে বালু উত্তোলন করে ট্রাকে করে পাচারের সময় জনি মিয়া নামে এক ব্যক্তিকে পুলিশের সহায়তায় আটক করা হয়।পরে বালু মহাল ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় নগদ ৫০হাজার টাকা অর্খদন্ডে দন্ডিত করা করা হয়।
স্হানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি মহল নদীর তীর বর্তী এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ট্রাক, টাক্টর যোগে পাচার করছে।এতে করে এলাকার রাস্তাঘাট নষ্ট ও পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছে।এছাড়া সোনাই নদীতে অনেক গুলো ডেজার মেশিন বালু উত্তোলনের কাজে ব্যবহার করা হচ্ছে।প্রশাসন অভিযান চালানে কিছু দিন বন্ধ থাকে।