ঝিনাইগাতীতে জিংক ধানের মাঠদিবস পালন
শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর) :
আজ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় হারভেস্টপ্লাস বাংলাদেশ বিংস প্রকল্পের আওতায় জিংক ব্রি-৭২ ও বিনা-২০ ধানের উপকারিতা নিয়ে শিখন প্লট প্রদর্শনীর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ।
প্রজেক্ট অফিসার মানিক দেবনাথের সঞ্চলণায় ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.মজনু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবীর । আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাদিয়া আক্তার,উপসহকারী আল আমিন,আফাজ উদ্দিন, সুপারভাইজার তুহিন ইসলাম ও সবুজ রানা প্রমুখ । নতুন ফসল কর্তন করে বিনা ৭২ -২০ জিংক ধানের ফলন ভালো হওয়ায় কৃষক/কৃষাণীরা সন্তষ্টি প্রকাশ করেন ।
বক্তারা জিংক ধানের উপকার তুলে ধরে এর গুনাবলী নিয়ে আলোচনা করেন । সভায় ১৮০জন কৃষক/কৃষাণীরা উপস্থিত ছিলেন।