শেয়ালের কামড়ে নারী সহ আহত-৩
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের পান্তাপাড়া বিলে শেয়ালের কামড়ে এক নারী সহ ৩জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার গোপালপুর-আব্দুলপুর সড়কের পান্তাপাড়া বিলে এই ঘটনা ঘটে। তবে ঘাতক শিয়ালটিকে ঘটনাস্থলে হাসুয়া দিয়ে আঘাত করে নিহত করেছে এলাকাবাসী।
আহতরা হলেন, উপজেলার দাইড়পাড়া গ্রামের নজির প্রামাণিকের ছেলে আসমত (৫০), একই গ্রামের শাহাজানের স্ত্রী জীবনা খাতুন (৪০), আব্দুলপুর এলাকার পাচবাড়িয়ার রাজিউদ্দিনের ছেলে সোহেল (৩৫)।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানাযায়, বেলা সাড়ে এগারোটার দিকে জীবনা খাতুন পান্তাপাড়া বিলে তার স্বামীকে খাবার দিয়ে ফেরার পথে গোপালপুর-আব্দুলপুর সড়কের সন্নিকটে আশা মাত্রই তাকে শেয়াল কামড় দেয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে।
কর্তব্যরত চিকিৎসক ওয়ালিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।