মুকসুদপুরে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেষ্টার বিতরণ
মেহের মামুন, (গোপালগঞ্জ ) :
গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেষ্টার মেশিন বিতরণ করা হয়েছে। ১১ নভেম্বর সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা চত্বর থেকে মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামের কৃষক লিয়াকত আলী মজুমদারের নিকট কম্বাইন্ড হারভেষ্টার মেশিন হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামানের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন অফিসার হাচেনউদ্দীন, উপজেলা মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান প্রমুখ।
উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ জানান, কম্বাইন্ড হারভেষ্টার মেশিনের দাম ২৯ লাখ টাকা। সরকার ৫০% ভুর্তুকী দিয়ে ১৪ লাখ টাকায় কৃষকের হাতে পৌছে দিচ্ছে। এই কম্বাইন্ড হারভেষ্টার মেশিন দিয়ে কম সময়ে স্বল্প খরচে অধিক ধান কর্তন,মাড়াই, ঝাড়াই ও বস্থা বন্দী মাঠ থেকই হবে।