গৌরীপুর পৌর যুবলীগের উদ্যোগে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১১ নভেম্বর) যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ময়মনসিংহের গৌরীপুর পৌর যুবলীগ। পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন ও সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চুর নেতৃত্বে এ উপলক্ষে কর্মসূচীর মধ্যে ছিল- আনন্দ র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান।
গৌরীপুর পৌর আওয়ামীলীগ কার্যালয়ে দুপুর ১২টায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীর শুভ উদ্বোধন করেন পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
এতে অংশগ্রহন গ্রহন করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সোহেল রানা, যুবলীগ নেতা জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, যুবলীগ নেতা মোঃ কামাল হোসেন, নূর মোহাম্মদ রবিন, দেলোয়ার হোসেন, মঞ্জুরুল ইসলাম, সোহেল রানা, তমাল পাঠান, উপজেলা ছাত্রলীগ নেতা সৈয়দ রাফসান অভি, সাবেক ছাত্রলীগ নেতা রূপু চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা আশিক মৌলা, সামী, যুবলীগ নেতা মিলন, শহীদ, মোস্তাকীমসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।