শিরোনাম

South east bank ad

সিংগাইরে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টায় আটক-১৭

 প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাব্বির হোসেন সাইফুল, (মানিকগঞ্জ) :

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ। উপজেলার জামসা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিঠুর পক্ষে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করায় ১৭ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ১১ নভেম্বর সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের জামসা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, ওই প্রার্থীর পক্ষে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। তারা পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা।

সিংগাইর উপজেলার ১০টি চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০২ জন ও পুরুষ সদস্য পদে ২৯৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উপজেলার বায়রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী দেওয়ান জিন্নাহ লাঠু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সিংগাইর উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৩২৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৩৮৪ জন ও নারী ভোটার ১ লাখ ৯ হাজার ৯৪০ জন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: