যশোর মাগুরা রোডে পরিবহনের ধাক্কায় হেলপার নিহত
গোলাম মোস্তফা মুন্না, (যশোর) :
যশোর-মাগুরা সড়কের আড়পাড়ায় গাছের সাথে সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় বুধবার (১০ নভেম্বর) হেলপার নিহত ও সুপারভাইজারসহ ৩ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত হেলপার রুহুল (৪৬) খুলনা সদর উপজেলার রায়বাগ এলাকার অগগার ছেলে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো, ফরিদপুরের মধুখালী উপজেলার ছোট গোপালপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে সোহাগ পরিবহনের সুপারভাইজার আবু মুসা (৩৫), বাসযাত্রী যশোরের মণিরামপুর উপজেলার চিনাটোলা এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে শুভ (২০) ও রওশন আলীর ছেলে লেলিন (২৭)।
আহতরা জানিয়েছেন, ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস বুধবার সন্ধ্যায় আড়পাড়ায় এসে পৌছুলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় বাসটি সড়কের পাশের গাছের সাথে ধাক্কা খায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, মোট ৪ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে ১ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতদের অবস্থা গুরুতর। সার্জারী ওয়ার্ডে চিকিৎসাসেবা চলছে।