শিরোনাম

South east bank ad

পদ্মাসেতুতে পিচ ঢালাই শুরু

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পদ্মাসেতুর সড়কে পিচ ঢালাইয়ের কাজ (কার্পেটিং) শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে এ কাজ শুরু হয়।

সকাল থেকেই এ কাজ পর্যবেক্ষণ করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এরই মধ্যে মূল সেতুর ৯৫ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় ৮৯ শতাংশ। নদী শাসন কাজের অগ্রগতি ৮৬ শতাংশ। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়কের কাজ শতভাগ শেষ হয়েছে। এরই মধ্যে পদ্মার বুক জুড়ে সগৌরবে দৃশ্যমান স্বপ্ন ও সাহসের ‘পদ্ম’।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আশা করা যাচ্ছে, আগামী জুন মাসের আগেই যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ উপযোগী হয়ে যাবে পদ্মা সেতু। এরপর পারাপার হবে স্বপ্ন, পারাপার হবে অমিত সম্ভাবনা। চলাচল হবে গতিময়। বাড়বে প্রবৃদ্ধি, আসবে সমৃদ্ধি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: