শিরোনাম

South east bank ad

আগামীকাল ফুলবাড়িয়ায় ভোট গ্রহণ : প্রার্থী ৭৪৩জন

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণের জন্য উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ সম্পন্ন করেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে সরকারি দলের ১৩জনসহ ৭৫জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ১৬৯জন এবং সাধারণ সদস্য ৪৯৯জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৬৭টি এলাকার ১১৭টি ওয়ার্ডে ১২৯টি ভোট কেন্দ্রে ৯১৬টি ভোটকক্ষে ৩লাখ ২৬হাজার ৯০৮জন ভোটারের জন্য প্রস্তুত করা হয়েছে। ভোট গ্রহণের জন্য ১২৯ জন প্রিজাইডিং অফিসার, ৯১৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১৮৩২ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। ভোটের দিন সার্বিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাত শতাধিক সদস্য নিয়োজিত রয়েছেন। ১৩টি ইউনিয়নে ১৩ জন বিজ্ঞ ম্যাজিস্ট্র্যাট প্রস্তুত রয়েছেন।

এদিকে ভোটের দিন সকালে ব্যালট পেপার পৌছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বুধবার বিকালে সকল কেন্দ্রে নির্বাচনের অন্যান্য সরঞ্জামাদি প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তর করেছে নির্বাচন অফিস।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: