শিরোনাম

South east bank ad

বৃহস্পতিবার যশোরে ২২ ইউপিতে ভোট

 প্রকাশ: ০৯ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

গোলাম মোস্তফা মুন্না, (যশোর) :

যশোরের চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার ২২ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হবে । দুই উপজেলায় ১ হাজার ১১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন অফিস। মঙ্গলবার (৯ নভেম্বর) নির্বাচনী সরঞ্জাম দুই উপজেলায় পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষে পুলিশ, বিজিবি, ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে। মঙ্গলবার রাতে নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হয়ে গেছে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার ২২৫ কেন্দ্রে ১ হাজার ৮৫ বুথে ৩ লাখ ৯৯ হাজার ৯৬৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

চৌগাছার ১১ ইউনিয়ন পরিষদের ৫১৬ জন প্রার্থীর মধ্যে ৩৯ চেয়ারম্যান, ৩৬৫ সাধারণ সদস্য ও ১১২ সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। ঝিকরগাছায় ৫৯৬ প্রতিদ্বন্দ্বীর মধ্যে চেয়ারম্যান পদে ৪৭ জন, সাধারণ সদস্য ৪৩১ ও সংরক্ষিত সদস্য পদে ৪৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১২৩জন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন।

জেলা রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর জানান, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। ভোটাররা নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচনী সরঞ্জাম দুই উপজেলায় পাঠিয়ে দেয়া হয়েছে। সেখান থেকে প্রিজাইডিং অফিসারের কাছে দেয়া হবে।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান জানান, দুই উপজেলায় ৬ ভ্রাম্যমাণ আদালত, চার প্লাটুন বিজিবি নিয়োজিত থাকবে। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, দুই হাজার পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়াও সাদা পোশাকে, ডিবি, ডিএসবি পুলিশ থাকবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: