বগুড়ায় আট ঘন্টায় করোনার টিকা পেল সাড়ে আট হাজার মানুষ
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নে স্যাটেলাইট কার্যক্রমের আওতায় একদিনে ৮হাজার ৬০০ জন করোনার প্রথম ডোজ টিকা পেয়েছেন। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়নের এবতেদায়ী মাদ্রাসা মাঠে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই স্যাটেলাইট কার্যক্রম পরিচালনা করে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর। পাশাপাশি কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা করে সাবগ্রাম ইউনিয়ন পরিষদ। কর্মসূচিতে সাবগ্রামসহ আশপাশের ইউনিয়নের বাসিন্দারাও করোনা টিকা নিতে আসেন। এসময় নারী ও পুরুষদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিতে দেখা গেছে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অনেকে রেজিস্ট্র্রেশন করেও করোনা টিকা নিতে পারছিলেন না। আবার অনেকে শহরে গিয়ে টিকা নিতে আগ্রহী ছিলেন না। এ জন্য সাবগ্রাম ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় স্যাটেলাইট প্রোগ্রামের আওতায় গণটিকার কার্যক্রমটি পরিচালনা করা হয়। কর্মসূচিতে সারাদিনে ৮হাজার মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়ার লক্ষ্য ছিল। তবে বিকেল গড়াতেই তা ফুরিয়ে যায়। পরে অতিরিক্ত আরও ৬০০ ডোজ টিকা এনে উপস্থিত মানুষদের দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, ১০টি বুথের মাধ্যমে দিনব্যাপী এই কার্যক্রমটি পরিচালনা করা হয়েছে। এতে প্রতি বুথে ২ জন করে স্বাস্থ্য সহকারীসহ ৭০জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।
টিক নিতে আসা শারীরিক প্রতিবন্ধী আমজাদ হোসেন (৬৬) জানান, আমার পক্ষে শহরে যেয়ে টিকা নেওয়া সম্ভব ছিলো না। আর এভাবে গ্রামে বসে টিকা পাও তাও ভাবিনি। খুব ভালো লাগছে। সরকারকে ধন্যবাদ।
গৃহবধু নাজলিমা বেগম (৩৫) বলেন, বাড়ির কাছে করোনা টিকা পেলাম ভোগান্তি ছাড়া। এজন্য ভালো লাগছে। আশাকরি আল্লাহ সবাইকে সুস্থ রাখবে।
টিকাদান কার্যক্রমের বিষয়ে সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব সালেহ নয়ন বলেন, সারাদিনে কোনরকম বিশৃঙ্খলা ছাড়াই সাধারণ মানুষদের টিকা দেয়া হয়েছে। করোনা টিকা দিতে পেরে আশাপাশের এলাকার সবাই খুব আনন্দিত। আমাদের পক্ষ থেকে টিকা দিতে আসা ব্যক্তিদের অটোভ্যানে করে ফ্রি যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু বলেন, দীর্ঘদিন ধরে অনেক মানুষ রেজিস্ট্রেশন করেও টিকা পাচ্ছিলেন না। সেজন্য আমরা এলাকায় প্রচারণা চালিয়ে এ কার্যক্রম হাতে নিয়েছি। ২য় ডোজের সময়ও আজকের টিকাপ্রাপ্তদের একইভাবে দেওয়া হবে।
এর আগে চলতি মাসের ১৬, ২৩ ও ২৬ অক্টোবর গোকুল, নুনগোলা এবং এরুলিয়া ইউনিয়নে একইভাবে স্যাটেলাইট কার্যক্রমের আওতায় একদিনে গড়ে প্রায় সাড়ে ১০ হাজার মানুষকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।