বরগুনা সনাকের অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন সভা
এম.এস রিয়াদ, (বরগুনা) :
নাগরিক অংশগ্রহণের মাধ্যমে ভূমি ও প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ভিত্তিক দুটি অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)'র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)'র আয়োজনে সনাক কার্যালয়ে এ কমিটি সভা অনুষ্ঠিত হয়।
অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর পৃথক সভায় ১৩ সদস্য বিশিষ্ট দুটি কমিটি গঠন করা হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির অনুপ্রেরণায় গঠিত বরগুনা সনাকে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে সাধারণ নাগরিকদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন ও সোচ্চার করে তোলার জন্য বিভিন্ন ধরনের দুর্নীতি বিরোধী কার্যক্রম বাস্তবায়ন করে চলেছেন।
সনাক কার্যক্রমের ধারাবাহিকতায় টিআইবির নতুন প্রকল্পর পরীক্ষামূলক কাজের অংশ হিসেবে পোটকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের জন্য সক্রিয় নাগরিক গ্রুপ গঠন করে এর সদস্য হিসেবে নাম চূড়ান্ত করা হয়েছে।
দুটি পৃথক সভার সভাপতিত্ব করেন- এডভোকেট মোঃ আনিসুর রহমান ও মনির হোসেন কামাল।
এ সময় বরগুনা সনাকের সদস্য আলহাজ্ব আবদুর রব ফকির, শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর প্রতাপ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।
এসিজি কি? কেন! উদ্দেশ্য ও এর দায়িত্ব কি? এ সম্পর্কে বিস্তর আলোচনা করেন টিআইবির কো-অর্ডিনেটর (সিই) কাজী শফিকুর রহমান। এসময় টিআইবি বরিশাল ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার (পিএম) মোঃ ফিরোজ উদ্দিন, বরগুনা এরিয়া ম্যানেজার মোঃ নাজমুল হোসেন খান উপস্থিত ছিলেন।