বিদেশী পিস্তল ও ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে বিদেশী পিস্তল ও ইয়াবাসহ ০১ শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (০৮ নভেম্বর ২০২১) আনুমানিক রাত ০১:১০ ঘটিকায় পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ জনপদ মোড় ট্রাক স্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল ও ৬৫ (পয়ষট্টি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জিয়া (৪৩) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০১ রাউন্ড এ্যামুনেশন, ০১টি মোবাইল ফোন ও নগদ- ৩,৪০০/-(তিন হাজার চারশত) টাকা জব্দ করা হয়।