যাত্রীবাহী লঞ্চের ভাড়া পুনঃনির্ধারণ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনঃনির্ধারণ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। সোমবার (৮ নভেম্বর) মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ০.৬০ টাকা বৃদ্ধি করে ২.৩০ টাকা, প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ০.৬০ টাকা বৃদ্ধি করে ২.০০ টাকা এবং জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারিত এ ভাড়া আজ থেকে কার্যকর হবে।
এর আগে ২০১৩ সালে যাত্রীবাহী নৌযানের যাত্রীভাড়া পুণঃনির্ধারণ করা হয়। ২০১৩ সালে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ছিল ১.৭০ টাকা, প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ছিল ১.৪০ টাকা এবং জনপ্রতি সর্বনিম্নভাড়া ছিল ১৮ টাকা।