ঘরে ঘরে রক্তসৈনিক তৈরির লক্ষে শেরপুরে বিনামূ্ল্যে রক্তের গ্রুপ নির্ণয়
শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর) :
একের রক্ত অন্যের জীবন রক্তই হোক রক্তসৈনিকের বন্ধন এ শ্লোগান কে সামনে রেখে ঘরে ঘরে রক্তসৈনিক তৈরির লক্ষে কাজ করে যাচ্ছে রক্তসৈনিক বাংলাদেশ পরিবার। এরই ধারাবাহিকতায় রক্তসৈনিক শেরপুর জেলা শাখার উদ্যোগে ও একতা সংঘ স্পোর্টিং ক্লাব সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর সোমবার সকাল থেক বিকেল পর্যন্ত শেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড অন্তর্গত মীরগঞ্জ বেপারী পাড়া এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পিং এ ১ শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় ২ ব্যাগ রক্ত ডোনেট করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান।
পুরাতন থানাঘাট জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রক্তসৈনিক বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আল আমিন রাজু, মানবাধিকার সংস্থা আমাদের আইন শেরপুরের চেয়ারম্যান নূর-ই-আলম চঞ্চল।
রক্তসৈনিক বাংলাদেশ শেরপুর জেলা শাখার কার্যকরী সভাপতি আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রক্তসৈনিক বাংলাদেশ, শেরপুর পৌরসভার অন্তর্গত ৮নং পৌর ওয়ার্ড ইউনিটের ম্যানেজমেন্ট সমন্বয়ক অন্তর মিয়া, একতা সংঘ স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক মোঃ নূর রহমান।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন রক্তসৈনিক শেরপর এর প্রচার সম্পাদক, শিহাব আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক এম এ আব্দুল ওয়াদুদ, কার্যকরী সদস্য আবু রায়হান, জুনায়েদ আহমেদ, জিনিয়া আক্তার, বকশীগঞ্জ রক্তসৈনিক সদস্য সুমন শেখ, আবু হুরায়রা, রক্তসৈনিক কেকের চর ইউপি সদস্য মিজানুর রহমান। মোঃ খোরশেদ আলম মোঃ হুসাইন আহমেদ, মোঃ রহুল আমিন প্রমূখ।
রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে প্রধান অতিথি এর বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান উক্ত কার্যক্রমের প্রশংসা করে যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।