মাকে গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগে পুত্র আটক
সাব্বির হোসেন সাইফুল, (মানিকগঞ্জ) :
মানিকগঞ্জের সাটুরিয়ায় মাকে গলা টিপে হত্যা চেষ্টার অভিযোগে ছেলেকে আটক করেছে সাটুরিয়া থানা পুলিশ।
আটক মো: খোকন সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের মঙ্গল মাঝির ছেলে। খোকন পেশায় একজন কসাই।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃআশরাফুল আলম বলেন, অভিযুক্ত মো: খোকন একজন মাদকসেবী। সে তার মা ফিরোজা বেগমকে দীর্ঘদিন যাবত নানাভাবে মানুষিক ও শারীরিকভাবে অত্যাচার করে আসছে। আজ সকাল ১০টার দিকে খোকন তার মাকে কিল ঘুষি লাথি মেরে মাটিতে ফেলে দেয়। হত্যার উদ্দেশ্যে দুই হাত দিয়ে তার মাকে গলা চেপে ধরলে ফিরোজা বেগম চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।
ভুক্তভোগী মায়ের অভিযোগ পেয়ে অভিযুক্ত মো: খোকনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ইতিপূর্বে ফিরোজাকে মারধর করার কারণে তিনি তার ছেলের বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটি এখনো আদালতে চলমান আছে বলে জানান তিনি।