গ্রাম পুলিশদের সাইকেল, কৃষি প্রণোদনা ও চা- শ্রমিকদের মাঝে ঘরের চাবি হস্তান্তর
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :
হবিগঞ্জের চুনারুঘাটে ১০০ জন গ্রাম পুলিশ পেলেন নতুন সাইকেল । নতুন বাইসাইকেল পেয়ে ভীষণ খুশি এ সকল গ্রাম পুলিশরা। নতুন সাইকেল পাওয়ায় তাদের কাজের গতি আরও বেড়ে যাবে এমনটাই অভিব্যক্তি প্রকাশ করেন তারা। সোমবার (৮অক্টোবর) অফিসার্স ক্লাবের মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তরস্থাপনের উদ্ধোধন করেন হবিগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী।
প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রামের আইন শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছেন গ্রাম পুলিশের সদস্যবৃন্দ। তাদের অনন্য ভূমিকার কারণে গ্রামীণ জনপদ হয়ে উঠছে শান্তির জনপদ, থাকছে বাসযোগ্য। তাদের কাজের স্বীকৃতি হিসেবে বর্তমান সরকার গ্রাম পুলিশদের বেতন-ভাতার পরিধি বৃদ্ধি করেছে। ভবিষ্যতে তাদের সুযোগ সুবিধার পরিধি আরও বাড়বে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরের স্থানীয় সরকারের অর্থায়নের উপজেলার ১০টি ইউনিয়নের ১০০ জন গ্রাম পুলিশদের মাঝে বাই-সাইকেল ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৯ জন চা- শ্রমিকদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়। পরে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) প্লাবন পালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। সরকারের এই সুশাসন প্রতিষ্ঠায় তৃণমূল পর্যায়ে সহায়ক ভূমিকা পালন করছে গ্রাম পুলিশ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, আবিদা খাতুন, পৌর মেয়র মো: সাইফুল আলম রুবেল, উপজেলা আওয়ামিলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, পৌর আওয়ামিলীগের সভাপতি মো: আবু তাহের মিয়া মহালদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম আনোয়ার, উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুজ্জামান চৌধুরী শামীম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক সরকার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জামাল হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো: খালেদ তরফদার, যুবলীগ নেতা মুহিতের রহমান রুমন ফরাজি, তাতীঁলীগের সভাপতি খন্দকার কবির,উপজেলা কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান, সহ উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, উপজেলা আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামিলীগের সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গ্রামাঞ্চলে যোগাযোগের ব্যাবস্থা উন্নয়নে তাদের এই বাই-সাইকেলটি বিতরণ করা হয়েছে। এছাড়াও গ্রাম পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারের পক্ষ থেকে তাদের এই বাইসাইকেল দেওয়া হয়। গ্রাম পুলিশের দিদার হোসেন জানান, গ্রাম-পুলিশরা এতদিন হেঁটে হেঁটে কাজ করতো। আমাদের কাজের গতি খুবই কম ছিল। এখন আমরা একটি করে নতুন বাই সাইকেল উপহার পেলাম। আশা করছি এখন থেকে আমাদের কাজের গতি আরও অনেক বৃদ্ধি পাবে।