জামালপুরে পিতার হত্যার মামলায় পুত্রের আমৃত্যু কারাদন্ড
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরে আরজ উদ্দিন হত্যা মামলায় পুত্র রুকনুজ্জামান খোকনকে আমৃত্যু যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছে আদালত।
আজ দুপুরে জামালপুর সিনিয়র দায়রা জজ মো: জুলফিকার আলী খাঁন এ দন্ডাদেশ দেন। মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী নির্মল কান্তিভদ্র জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১২ সালের ২২ আগস্ট রমজান মাসের সেহেরী খাওয়ার সময় আরজ উদ্দিনকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে তার ছেলে মো: রুকনুজ্জামান খোকন। এঘটনায় আরজ উদ্দিনের স্ত্রী কমলা বেগম বাদী হয়ে ইসলাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্ত কার্যক্রমে ও আদালতে ১২ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণে অভিযোগ প্রমানিত হওয়ায় জামালপুরের সিনিয়র দায়রা জজ মো: জুলফিকার আলী খাঁন মামলার একমাত্র আসামী রুকনুজ্জামান খোকনকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন।