শিরোনাম

South east bank ad

ঝালকাঠিতে বাস ও লঞ্চ চলাচল শুরু

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি) :

ঝালকাঠিতে আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে বাস চলাচল। টানা কয়েকদিনের ভোগান্তি শেষে স্বস্তিতে যাত্রা শুরু করেছেন যাত্রীরা। তবে আগের চেয়ে ভাড়া বেশি হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

ঝালকাঠি বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, সরকার তাদের দাবি মেনে নেওয়ায় সকাল থেকে ঝালকাঠি থেকে ঢাকা ও বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১৪টি রুটে পরিবহন চলছে। এদিকে অভ্যন্তরিণ রুটে সকাল থেকেই লঞ্চ চলাচল শুরু হয়েছে। বিকেলে ঢাকা ও চঁাদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে যাত্রীবাহী লঞ্চ।

ঝালকাঠি থেকে প্রতিদিন বরিশাল যাতায়াত করেন বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, আগে বাসের ভাড়া যা ছিল, তা সব শ্রেণির মানুষের জন্য সহনশীল। কিন্তু এখন ভাড়া বৃদ্ধি করায় অনেকেইর কষ্ট হচ্ছে। বাসের মধ্যে ভাড়া নিয়ে বাকবিতন্ডাও হচ্ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: