নাটোরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
মো: রবিউল ইসলাম, (নাটোর):
অর্থকরী ফসল চাষে উৎসাহিত করতে নাটোরে কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে নাটোর সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন।
এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি সহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবারে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় নাটোর পৌরসভা এবং সদর উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৩হাজার ৭০০ কৃষককে বিানমূল্যে গম, ভুট্টা, সরিষা, পেঁয়াজ, মসুর সহ সাত ধরনের অর্থকরি ফসলের বীজ ও সার দেওয়া হচ্ছে। প্রতিটি কৃষক বীজের পাশাপাশি ১০কেজি পিএপি এবং ১০কেজি এমওপি সার পাচ্ছেন।