South east bank ad

আরএমপি ডিবি’র অভিযানে ১৩ জুয়ারি আটক

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ১৩ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ হাসিবুল হাসান মুন্না(৩৫), মোঃ উজ্জল (২১), মোঃ কবির আলী(৩৩), মোঃ বাবুল(৩৬), মোঃ উকিন(৪৬), মোঃ যুবরাজ(৩৫), মোঃ মঞ্জুর(৩৫), মোঃ জনি আলী(২২), মোঃ আলাল(৩৫), মোঃ মিলন(৩৫), মোঃ হাসান(৩২), মোঃ বকুল হোসেন(২৪) ও মোঃ রায়হানুজ্জামান মিন্টু(৩৭)।

আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপি’র প্রতিটি ইউনিট।

এরই ধারাবাহিকতায় গত ৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে, এসআই মোহাঃ আব্দুর রহমান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মতিহার থানার খোজাপুর এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ১৩ জনকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: