শিরোনাম

South east bank ad

ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যায় আসামির মৃত্যুদণ্ড

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর) :

রংপুরের পীরগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে আসামি হিরু মিয়া ওরফে খোড়া হিরুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

রোববার (৭ নভেম্বর) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আলী আহাম্মেদ এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১১ এপ্রিল পীরগঞ্জের ফতেপুর গ্রামের ছয় বছরের কন্যা শিশুকে আসামি হিরু ওরফে খোড়া হিরু তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এরপর শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঘরের ভেতরেই গর্ত করে পুঁতে রাখা হয়। পরে হিরুর বাড়িতে তার নিজের ঘর থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত শিশুর চাচা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম একই বছরের ২৩ জুন হিরু মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

সরকার পক্ষে মামলা পরিচালনাকারী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি তাইজুর রহমান লাইজু বলেন, ১৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিজ্ঞ আদালত আসামি হিরুকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেন। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানারও করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: