শিরোনাম

South east bank ad

মুক্তিযোদ্ধার নামে সড়কের নামফলক ভেঙে দিলো দুর্বৃত্তরা

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাহিদুল ইসলাম, (ভালুকা) :

ভালুকা উপজেলার কাতলামারি জ্ঞানের মোড় থেকে মরচি সড়ক পর্যন্ত এইচবিবি করণ সড়কের নামকরণ করা হয়েছিলো মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খানের নামে। মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিকের নামে নামকরণ করা ওই সড়কের ‘নামফলকের’ সাথে শুরু হয়েছে চরম শত্রুতা। ভেঙে দেওয়া হয়েছে ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত ওই সড়কের নামফলক। জানা গেছে, রাতের অন্ধকারে কোনো একটি কুচক্রী মহল ভেঙে দিয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানের নামে নামকরণ করা সড়কের ওই ফলক। এ নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সুশিল সমাজের ব্যাক্তিদের মনে চরম ক্ষোভ বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার রাতের অন্ধকারে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের জ্ঞানের মোড় সংলগ্ন নাম ফলকটি ভেঙে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়রা প্রশাসনেকে মুঠোফোনে মৌখিক অভিযোগ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী জানান, ‘বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্টদের সাথে কথা বলছি। রাতের অন্ধকারে কারা ভেঙেছে সে ব্যাপারেও কেউ সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি। তারপরও বিষয়টি আমরা দেখবো। প্রয়োজনে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: