শিরোনাম

South east bank ad

বাইসাইকেলকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেল চালক নিহত

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় শাহারুফ (২২) নামে মোটর সাইকেল চালক নিহত হয়েছে। এসময় আব্দুল্লাহ (১৫) নামে এক বাই সাইকেল চালক আহত হয়।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের চক গোয়াশ দক্ষিণ পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়। নিহত শাহারুফ বাগাতিপাড়া উপজেলার চক গোয়াশ পূর্ব পাড়া গ্রামের মোঃ রাজদুলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে শাহারুফ নিজ বাড়ি থেকে টুথব্রাশ মুখে নিয়ে মোটরসাইকেল চালিয়ে পার্শ্ববর্তী একডালা বাজার যাচ্ছিল। পথে চক গোয়াশ দক্ষিণ পাড়া মসজিদের কাছে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল এর সাথে ধাক্কা লাগে। এসময় বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মোটরসাইকেল চালক শাহারুফ ও বাইসাইকেল চালক কিশোর আব্দুল্লাহ (১৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শাহারুফের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। অপরদিকে আহত আব্দুল্লাহ উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ মকবুল হোসেন বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মোটর সাইকেল চালক শাহারুফ বাইসাইকেলকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গুরুতর আহত শাহারুফকে রামেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: