শিরোনাম

South east bank ad

গৌরীপুরে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যের সার ও বীজ বিতরণ

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় ১২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে। রোববার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, কৃষকলীগের সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ মিলন, গৌরীপুর ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিয়োশন বাংলাদেশের সভাপতি মোঃ আনিছুর রহমান প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থ বছরের রবি মওসুমে উপজেলা ও পৌর শহরে বিনামূল্যে ৭০০ জন কৃষককে সরিষা বীজ ও সার, ৪০০ জন কৃষককে গম বীজ ও সার, ১০০ জন কৃষককে ভুট্টা বীজ ও সার, ২০ জন কৃষককে সূর্যমুখী বীজ ও সার, ২০ জন কৃষককে চীনাবাদাম বীজ ও সার এবং ১০ জন কৃষককে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: