শিরোনাম

South east bank ad

নির্মাণাধীন ভবনে বোমা রেখে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আরাফাত হাসান, (মাদারীপুর) :

মাদারীপুর শহরের বটতলা এলাকায় পৌরসভার সামনে নির্মাণাধীণ চারতলা ভবনের নিচ তলার একটি কক্ষে বোমা রেখে বাড়ির মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় ওই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

রোববার (৭ নভেম্বর) সকালে বাড়ির মালিক মোস্তফা কামালের মোবাইলে ফোন করে চাঁদা চাওয়া হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের বটতলা এলাকায় পৌরসভার সামনে অবসর প্রাপ্ত কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল চারতলা বাড়ি নির্মাণ করছেন। ভবনের নিচ তলার একটি কক্ষে বোমা রেখে তার মোবাইলে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।

এ ঘটনা বাড়ির মালিক পুলিশকে জানালে, ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, মাদারীপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মাদ সাদেকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, নির্মাণাধীন ভবনের নিচ তলার একটি কক্ষে কে বা কারা বোমা সদৃশ বস্তু রেখে বাড়ির মালিকের কাছে টাকা দাবি করে। বিষয়টি বাড়ির মালিক আমাদের জানালে আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি।

তিনি আরও জানান, ঢাকায় বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ টিমকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঢাকা থেকে আসছে। বিশেষজ্ঞ টিম আসার পর জানা যাবে এটি বোমা না অন্য কোন বস্তু। বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: