শ্রীবরদীতে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প অবহিতকরণ সভা
শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর) :
পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প বিষয়ে শেরপুরের শ্রীবরদীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর রোববার সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শেরপুরের বাস্তবায়নে উন্নয়ন সংঘ জামালপুরের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শেরপুরের নির্বাহী প্রকৌশলী মুহা: ছামিউল হক। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, উন্নয়ন সংঘ জামালপুরের সহকারি ট্রেইনার মোঃ রফিকুল ইসলাম মাসুদ, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, তাসলিম কবির বাবু প্রমুখ।
উল্লেখ্য, পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের আওতায় শ্রীবরদী উপজেলার ১০টি ইউনিয়নের সকল টিউবওয়েলের পানির আর্সেনক পরীক্ষা হবে।