জামালপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষুসেবা ও বস্ত্র বিতরণ
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরে বিনামূল্যে চক্ষুসেবা ও হত দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা এলিগেন্ট প্লাস। রোববার দুপুরে এ উপলক্ষে কর্মসূচীর আয়োজন করা হয়।
জামালপুর সদর উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচীর আয়োজন করে লায়ন্স ক্লাব অব ঢাকা এলিগেন্ট প্লাস। লায়ন মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লায়ন নাজমুল হক পিএমজেএফ, লায়ন শাহেনা রহমান এমজেএফ, লায়ন দেওয়ান নাসিরুল হক পিএমজেএফ, লায়ন শরীফ আলী খান এমজেএফ, লায়ন মো: লুৎফর রহমান এমজেএফ, লায়ন তামান্না প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, লায়ন্স ক্লাব হত দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও স্বাস্থসেবাসহ বিভিন্ন সেবা প্রদান করে। পরে সবার জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রম উদ্বোধন ও তিনশতাধিক হত দরিদ্রদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।