শিরোনাম

South east bank ad

তেলের দাম কমালেই সাগরে যাবে মাছ ধরার ট্রলার

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সারাদেশে বাস, ট্রাক ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে মালিক সমিতিগুলো।

অন্যদিকে বন্ধ হতে যাচ্ছে সমুদ্রগামী মাছ ধরার ট্রলার। তেলের দাম না কমালে ট্রলার নিয়ে আর সাগরে যাবে না বরগুনার সামুদ্রিক ট্রলারগুলো। এমনটাই জানিয়েছেন পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের জেলে-ট্রলার মালিকরা।

সমুদ্রগামী ট্রলারের জেলে-মালিকরা জানিয়েছেন- সাগরে মাছ নেই, তার উপর আবার তেলের দাম বৃদ্ধি। এমন অবস্থায় আমাদের সাগরে ট্রলার পাঠানো সম্ভব না। শনিবার থেকে পাথরঘাটার কোনো ট্রলার ঘাট ত্যাগ করেনি। সাগরে থাকা ট্রলারগুলো ফিরে আসার পর তারাও আর পুনরায় সাগরে যায়নি। খরার উপরে মরার ঘার সাথে লোকসান গুনতে নারাজ তারা।

সাগরে মাছ ধরা এসব ট্রলারের মালিকরা জানান- জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে গোটা দেশ অচল হয়ে গেছে। একের পর এক নিষেধাজ্ঞা, তার উপর আবার ডিজেলের দাম বৃদ্ধি। আমাদের এবার পথে বসতে হবে।

সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা জানান- ইলিশ ধরি আমরা, আর সুনাম হয় সরকারের। তবুও আমাদের নিয়ে কোনো চিন্তা নেই তাদের। এখন আবার ডিজেলের দাম বাড়িয়েছে। আমরা আর মাছ ধরতে যেতে পারব না। দরকার হয় জেলে পেশাই ছেড়ে দিয়ে অন্য কাজ করব।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন- আমাদের বাস ট্রাকের মতো ধর্মঘট ডাকার প্রয়োজন নেই, এমনিতেই আমাদের জেলেরা আর সাগরে যেতে পারবে না।

এত দাম দিয়ে তেল কিনে সাগরে গেলে আমাদের লোকসান হবে। তার উপর কাঙ্ক্ষিত মাছ নেই সাগরে, বেশিরভাগ ট্রলারই ঘাটে আছে। বাকি ট্রলারগুলোও ২-১ দিনের মধ্যে ঘাটে ফিরবে। ফেরার পর তারা আর সাগরে যাবে না। অনেকেই এরই মধ্যে বিকল্প পেশা খুঁজছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: