শিরোনাম

South east bank ad

শ্রীবরদীতে জাতীয় সমবায় দিবস পালিত

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর) :

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন- এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ৬ নভেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দদের আয়োজনে সমবায় কার্যালয়ে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নুরুজ্জামান খান।

সমবায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শাহনেওয়াজ নোমান, ওসি (তদন্ত)মোহাম্মদ আবুল হাসিম, ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আহমেদ আকন্দ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, বাইশ তারা সমবায় সমিতির সভাপতি আজিজুল হক।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমবায় কার্যালয়ের এলএফএআই (কৃত্রিম প্রজননকারী) ইমতিয়াজ উজ্জ্বল। এসময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এছাড়াও উন্নত জাতের গাভী পালনের জন্য ৪ জন নারী সদস্যর মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: