শিরোনাম

South east bank ad

চলনবিলে শামুক-ঝিনুক ও কাঁকরা নিধন রোধে পরিবেশ কর্মীদের অভিযান

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

চলনবিলে বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও শামুক-ঝিনুক এবং কাঁকরা নিধন রোধে অভিযান শুরু হয়েছে। শনিবার দিন ব্যাপি রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটির সদস্যরা বিলের বিভিন্ন পয়েন্টে অভিযান চলনবিলের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে সিংড়া উপজেলার পেট্রোবাংলা পয়েন্ট, সাতপুকুরিয়া, ডাহিয়া, বিয়াস, বেড়াবাড়ি, ভাগনাগরকান্দি, সুদরানা এলাকা থেকে অর্ধশত বস্তা কাঁকরা ও শামুক জব্দ করে অবমুক্ত করা হয়।

এসময় এসব এলাকায় বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও শামুক-ঝিনুক এবং কাঁকরা নিধন রোধে লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।

পথসভায় বক্তব্য রাখেন রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফরেস্টার ইফসুব আলী, সাবেক ইউপি সদস্য রনজু আহমেদ, বনী ইসরাইল, শিক্ষক হোসেন আলী লেবু, পরিবেশ কর্মী হাবিব প্রামাণিক প্রমূখ।

অভিযানে প্রায় ৩০জন শামুক ও কাঁকরা নিধনকারী আদিবাসীদের সতর্ক করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, চলনবিলে বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও শামুক-ঝিনুক বাঁচাতে তারা বিলের দুর্গম এলাকায় ছুটে যাচ্ছেন। মানুষকে সচেতন করার চেষ্টা করছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: