গোপালগঞ্জে দুই উপজেলার কমিউনিটি ক্লিনিকে করোনার টিকাদান শুরু
মেহের মামুন, (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জে সদর ও মুকসুদপুর উপজেলার ৬৯টি কমিউনিটি ক্লিনিকে করোনার টিকাদান কর্মসূচী শুরু হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলার ৫০টি ও গোপালগঞ্জ সদর উপজেলার ১৯টি কমিউনিটি ক্লিনিকে একযোগে এ টিকাদান কর্মসূচী শুরু করা হয়। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ৫’শ জনকে টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে গোপালগঞ্জে আজ ৩৪ হাজার ৫’শ জনকে করোনার টিকা দেয়া হবে। করোনার টিকা নিতে সকাল থেকেই কমিউনিটি ক্লিনিক গুলোতে ভীড় করে টিকাগ্রহিতারা। ঘরের দোড় গোড়ায় টিকা পেয়ে গ্রামের মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।